আশুলিয়ায় ২ নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: আশুলিয়ার পৃথক স্থান থেকে শম্পা বেগম (২৮) ও হাসনা হেনা (২২) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার দুর্গাপুর থেকে শম্পার ও দুপুরে জামগড়া এলাকায় থেকে হাসনার মরদেহ উদ্ধার করা হয়।

সাউদার্ন গার্মেন্টসের কর্মী শম্পা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার পাটানোছা গ্রামের সামছুল মিয়ার মেয়ে।

এদিকে, দিনাজপুরের মেয়ে হাসনা জামগড়া এলাকার রহমত আলির বাড়িতে ভাড়া থাকতেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নয়ন জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে শম্পার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে, হাসনা হেনার বিষয়টি নিয়ে একই থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, প্রতিবেশীদের কাছে খবর পেয়ে হাসনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী নয়ন পালিয়ে গেছেন। তাকে আটক করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন