

পাবলিক ভয়েস: দ্বিপক্ষীয় সফরে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এসে, আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের মধ্য দিয়ে বিদ্যুৎ ও বিনিয়োগ খাতে দুটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। এছাড়া, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনার দুয়ার উন্মুক্ত ও ভিসা জটিলতা নিরসন হতে পারে বলেও আশাবাদী প্রতিমন্ত্রীরা।
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর জার্মানি হয়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে এলেন শেখ হাসিনা। আবুধাবির আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
স্থানীয় সময় রোববার সকাল দশটার দিকে আসেন আবুধাবির জাতীয় প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে। অংশ নেন উদ্বোধনী আয়োজনে। এসময় আমিরাতের সেনাবাহিনীর একটি যুদ্ধ মহড়া দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদ্যুৎসহ নানা খাতে বড় বিনিয়োগ আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রীর সফরে এ বিষয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আরব আমিরাতে জনশক্তি রপ্তানি এবং ভিসা সংক্রান্ত জটিলতাও প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য অনেকটাই দূর হবে আশা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান বিষয়ক প্রতিমন্ত্রীর।
চারদিনের এই প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিচ্ছে ৩২ দেশের ১৭০টিরও বেশি সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান।