

মোঃ তানভীর হোসেন, জাবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৭তম জন্মবার্ষিকী আজ ১৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পথশিশুদের খাবার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল ছাত্রলীগ। আজ শনিবার সন্ধ্যা সাতটায় নেতাকর্মীদের উপস্থিতিতে খাবার বিতরণ করে সংগঠনটি।
জন্মবার্ষিকী উপলক্ষে হল সংলগ্ন মসজিদে আসরের নামাজ শেষে মিলাদ মাহফিল এর আয়োজন করে সংগঠনটি। পরে সন্ধ্যা সাতটার দিকে হল মাঠে পথশিশুদের খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ-সম্পাদক এস.এম আবু সুফিয়ান চঞ্চল, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার সহ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
প্রসঙ্গত, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ১৯৬৭ সালের ১৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ্য কন্যা ও আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তার সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।
তার লেখা ৪৬৪ পৃষ্ঠার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ’ শিরোনামের গ্রন্থটি ১৯৯৩ সালের জানুয়ারিতে এবং ৩২০ পৃষ্ঠার ‘বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র’ শিরোনামের গ্রন্থটি ১৯৯৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত হয়।
তিনি ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ৯ মে মৃত্যুবরণ করেন। নিজ ইচ্ছানুযায়ী রংপুরের ফতেহপুরে মিয়াবাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।