
পাবলিক ভয়েস: র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশের ৮০ লাখ মানুষ মাদক সেবন করে। এর মধ্যে ১০ ভাগ বিদ্যালয়ের শিক্ষার্থী। মাদক শিক্ষার্থীদের মেধাবিকাশ নষ্ট করে দেয়। তাই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকসেবীদের ভালো পথে আনতে হবে। মাদক ব্যবসায়ীদের ধ্বংস করতে হবে।
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বেনজীর আহমেদ বলেন, জঙ্গি পথভ্রষ্ট। জঙ্গিরা ইসলামের শত্রু। একজন মুসলমান কিভাবে খুন, জখম, রক্তপাত করে? ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের গভার্নিং বডির সভাপতি হাজী মো. শফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মাহাবুর রহমান শেখ, জেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা ও নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদারসহ ওই প্রতষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

