ঝিনাইদহে ৫শ বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯

পাবলিক ভয়েস: ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় কলাবোঝায় একটি পিকআপ ভ্যান থেকে সাড়ে পাঁচ শতাধিক বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়।

আটকরা হলো- ঢাকার নবাবগঞ্জ থানার রূপারচর এলাকার মৃত লাভলু মিয়ার ছেলে আলামিন বাবু (৩১) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হাসান মিয়া (২৮)।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মাদক পাচার হচ্ছে- এমন খবর পেয়ে শহরের বাইপাস এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ঢাকাগামী কলাবোঝায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি ৫৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক আলামিন বাবু ও হেলপার হাসান মিয়াকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে তিনি জানান।

মন্তব্য করুন