পটুয়াখালীতে গাছসহ বনবিভাগের ইনচার্জ আটক

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: পটুয়াখালীর কলাপাড়ায় চুরি করা গাছসহ বন বিভাগের ক্যাম্প ইনচার্জকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বরগুনা থেকে ট্রলারে করে নিয়ে আসা মূল্যবান গাছের ছয়টি গুঁড়িসহ তাকে আটক করা হয়।

আটককৃতর নাম সুব্রত তিনি বন বিভাগের বরগুনা জেলার শারিকখালী ক্যাম্পের ইনচার্জ। কাঠ করার জন্য গাছগুলো তিনি কলাপাড়া নিয়ে আসছিলেন।

তার বিরুদ্ধে কলাপাড়া থানায় গাছ চুরির মামলা হয়েছে। যার নম্বর-১৬/১৯, তারিখ: ১৫-০২-১৯।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিতিতে তাকে গাছসহ আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গাছগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্য করুন