

পাবলিক ভয়েস: চাঁদপুরে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটের কেতুকি ফেরি থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১১ কুমিল্লার এএসপি অহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে একটি পিকআপ অনুসরণ করা হয়। পিকআপটি চাঁদপুর-শরীয়তপুর নৌরুটের কেতুকি ফেরিতে উঠলে তল্লাশি করা হয়।
তল্লাশির এক পর্যায়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আটকদের সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের কাছে আরও ইয়াবা থাকতে পারে। সেজন্য তাদের নাম এখনই বলা সম্ভব হচ্ছে না। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।