
র্যাবের হাতে আটক হলো ভুয়া পুলিশ কায়েস আহমেদ রাব্বী।

পাবলিক ভয়েস: রাজধানীর যাত্রাবাড়ী থেকে পুলিশের ভুয়া উপ-পরিদর্শক (এসআই) পরিচয়দানকারী কায়েস আহমেদ রাব্বী (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
এ সময় তার কাছ থেকে এসআই র্যাংক ব্যাজ সম্বলিত ডিএমপির পোশাক, দুইটি রিফ্লেক্টিং ভেস্ট, একটি ওয়াকিটকি সেটসহ বিভিন্ন ভুয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গলির একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক জানান, আটক কায়েস একজন প্রতারক চক্রের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকার স্থানীয় জনগণের সঙ্গে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটক কায়েস আহমেদ রাব্বীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।