

পাবলিক ভয়েস: রাজধানীতে পৃথক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ও বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ভোরে আবুল হোটেলের সামনের রাস্তায় ট্রাক ও পিকআপের সংঘর্ষ ঘটে। এতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মৃত্যু হয়। নিহত ব্যক্তি পথচারী, তিনি ট্রাকে না পিকআপভ্যানে ছিলেন তাও এখনো জানা যায়নি। তবে ঘটনাস্থলে একটি ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ভ্যানচালক কিনা সেটাও জানা যায়নি। তবে এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে ২ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে মিরপুরে তানিন ভবনের সামনে একটি বাসের ধাক্কায় রিকশার আরোহীসহ মোট ৩ আহত হয়েছেন। গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারি) মধ্য রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে মিরপুরের কল্যাণপুর পোড়া বস্তি এলাকার বাসিন্দা রিকশার আরোহী দিনমজুর কালু মিয়া (৪৫) মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত কালু মিয়ার প্রতিবেশী কামাল হোসেন জানান, মিরপুর-১ এর তানিন ভবনের সামনে একটি রিকশাকে বাস ধাক্কা দেয়। এতে রিকশাচালকসহ দুই আরোহী আহত হয়। আহতদের মধ্যে কালুকে উদ্ধার করে ঢামেক ও অন্য ব্যক্তিকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কালুর মৃত্যু হয়। এছাড়া রিকশাচালক আহত হলেও মোটামুটি ভালো আছেন।
কালুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পে ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।