
পাবলিক ভয়েস: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় তল্লাশি অভিযান চালিয়ে ২৬৬ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ ২ মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা।
আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ভদ্রঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলো- মুন্সিগঞ্জ জেলা সদরের মালির পাথর এলাকার মৃত হাতেম কাজীর ছেলে মো. কাজী দিপু (৩২) ও উত্তর কাজী কসবা গ্রামের মৃত জয়নালের ছেলে সরফরাজ (৩৫)।
আজ দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার সকালে মহাসড়কের ভদ্রঘাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি কালো রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারটি জব্দ ও দুই আরোহীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

