
পাবলিক ভয়েস: রাজশাহী নগরীতে ৮০০ বোতল দেশি অত্যাধুনিক মদসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার দুপুরে সোয়া ১টার দিকে নগরীর তেবাড়িয়া সুইপার কলোনী থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার উজ্জল জমাদারের ছেলে সজল জমাদার (২০) ও কৃষ্ণ লালের ছেলে তিলক কুমার (১৯)। এ ঘটনায় বিকেলে নগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বেতিয়াপাড়া সুইপার কলোনীতে অভিযান চালায়।
এ সময় সজল জমাদারের বাড়ি থেকে ৮০০ বোতল দেশি অত্যাধুনিক মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সজল ও তার সহযোগী তিলককে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের ভাষ্য, দীর্ঘদিন ধরে এই দুই যুবক মাদক ব্যবসায় জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকারও করেছেন তারা। পরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় র্যাব।

