মহেশখালীতে মালেশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১ জন উদ্ধার

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

পাবলিক ভয়েস: মালয়েশিয়া পাচারকালে মহেশখালীতে নারী শিশুসহ ৩১ জন উদ্ধার অবৈধ পথে মালেশিয়া পাচারের সময় মহেশখালীর সোনাদিয়া থেকে নারী ও শিশুসহ ৩১ জনকে উদ্ধার করেছে পুলিশ।

আজ ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সোনাদিয়ার মকছুরের মাজারের সামনের প্যারাবন থেকে তাদের উদ্ধার করা হয়।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আলম চৌধুরী জানান, একটি সংঘবদ্ধচক্র সমুদ্র পথে অবৈধভাবে মালেশিয়া পাচারের জন্য এসব লোক জড়ো করেছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সোনাদিয়ার মকছুরের মাজারের সামনের প্যারাবন থেকে ৩১ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ১৪ জন নারী ও ৬ শিশু রয়েছেন।

রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা কালিন উদ্ধার অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে পাচারকারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন