যশোরে অস্ত্র-মাদকসহ আটক ১০

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: যশোরের শার্শা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-শার্শা উপজেলার রামপুর গ্রামের মৃত মহিউদ্দীন বিশ্বাসর ছেলে কবিরুল ইসলাম কবুকে (৪২), মাদকবিক্রেতা একই উপজেলার সংকরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুছার গাজী (৩৫), বাগআঁচড়া গ্রামের কদর আলীর ছেলে আবুল কাশেম (২৭), অগ্রভুলোট গ্রামের বাদল গাজীর ছেলে শাহাদত হাজী (৪০), রুদ্রপুর গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে শরিফুল ইসলাম (২২), খাইরুল ইসলামের ছেলে সোহাগ (২২), ওবাইদুল ইসলামের ছেলে বাপ্পি (২০) আমলাই গ্রামের ভিম শিংহেরর ছেলে সঞ্জয় কুমার শিংহ (৩৫), কন্যাদহ গ্রামের আকরাম আলীর ছেলে তরিকুল ইসলাম (১৬) ও ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের নজরুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৩৪)। আটকদের মধ্যে কবিরুল ইসলামের কবুকের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন