রাজধানীর সবুজবাগে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: রাজধানীর সবুজবাগের কদমতলী এলাকার ৯ নম্বর রোডের একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় ইয়োগেন হেনরি গঞ্জালভেজ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নটরডেম কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সবুজবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, খবর পেয়ে রাতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে ওই যুবকের শরীরে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।

নটরডেম কলেজের ছাত্র ইয়োগেন চট্টগ্রাম কোতয়ালীর পাথরঘাটা এলাকার ম্যাকলিন গোন সালভেজের ছেলে। তবে ইয়োগেন পুরান ঢাকার নারিন্দা এলাকায় তার মামাতো বোনের বাসায় থাকতো।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মফিজুল আলম বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

মন্তব্য করুন