কামরাঙ্গীরচরে দ্বিতীয় দিনের মত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

পাবলিক ভয়েস: তৃতীয় ধাপে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কামরাঙ্গীরচরের নাবাবচর থেকে বুড়িগঙ্গা পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ।

সকাল থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংস্থাটি। উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে নৌ সচিব বলেন, অবৈধ কোন স্থাপনাই ঠাই পাবেনা বুড়িগঙ্গার পাড়ে। একই সাথে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে অভিযানে যুক্ত করা কথা জানান সচিব।

আর প্রাথমিকভাবে ধর্মীয় প্রতিষ্ঠান গুলো ভাঙ্গা না হলেও, নির্দিষ্ট জায়গায় স্থানান্তরের পর এগুলো ভাঙ্গা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন