গাজীপুরে ইভটিজিং এর দায়ে যুবককে তিন মাসের কারাদণ্ড

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
কারাগার প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: গাজীপুরের পূর্ব ধীরাশ্রম এলাকায় ইভটিজিং এর দায়ে শরীফ নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে পূর্ব ধীরাশ্রম এলাকার হাবিবুর রহমানের ছেলে।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই দণ্ড প্রদান করেন।

সে পূর্ব ধীরাশ্রম এলাকার জি কে উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো।  এ বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আজ সাড়ে ১১ টার দিকে উপস্থিত হন।

কিন্তু ভ্রাম্যমান আদালতের উপস্থিতি বুঝতে না পারায় অন্যান্য দিনের ন্যায় আজও শরীফ ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয় জনতা হাতেনাতে ধরে শরীফ কে ভ্রাম্যমান আদালতের সামনে তাকে হাজির করে। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এবং তার অভিভাবক এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের বিচারক শরিফকে উক্ত দন্ড প্রদান করেন। পরে সদর থানা পুলিশের সহায়তায় তাকে জেলহাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন