
পাবলিক ভয়েস: মেক্সিকোর পশ্চিমাঞ্চলে মিশোয়াকান শহরে একটি পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) মিশোয়াকান শহরের প্রায় ১০০ মাইল পশ্চিমে জিতাকুয়ারো এলাকায় ওই পিকআপ ভ্যানটি পাওয়া যায়। পাঁচ মরদেহেই বুলেটের আঘাত পাওয়া গেছে।
স্থানীয় কর্মকর্তারা ধারণা করছেন, গত সপ্তাহে তুজানত্লা শহর থেকে যে পাঁচ পুলিশ কর্মকর্তা নিখোঁজ হয়েছিলেন, এগুলো তাদের মরদেহ হতে পারে।
এ বিষয়ে প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, মরহেগুলোর ময়না-তদন্ত করা হচ্ছে। পিকআপ ভ্যানটি জানুয়ারিতে প্রতিবেশি রাজ্য থেকে চুরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

