সাটুরিয়ায় ধর্ষণ মামলায় সেই দুই পুলিশ গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এসআই সেকেন্দার হোসেন ও এএসআই মাজহারুল ইসলাম।

পাবলিক ভয়েস: মানিকগঞ্জের সাটুরিয়ায় এক তরুণীকে বাংলাতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।

এ দু’জন হলেন- সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম। দু’জনকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন…>>>সাটুরিয়ায় ধর্ষণের ঘটনায় ২ এসআই’র বিরুদ্ধে মামলা

ধর্ষণের শিকার ওই তরুণী গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে সাটুরিয়া থানায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। তার আগে দু’জনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ করেছিলেন তিনি। তখন দুই কর্মকর্তাকেই থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

মন্তব্য করুন