সিরাজগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

পাবলিক ভয়েস: সিরাজগঞ্জে সদর ও বেলকুচি উপজেলা থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও ৭৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার রাতে সদর উপজেলার দুখিয়াবাড়ি ও বেলকুচি উপজেলার কান্দাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলো- বেলকুচি উপজেলার তেয়াশিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে শান্তা সরকার (২৫), একই উপজেলার চর কোনাবাড়ি গ্রামের মৃত শাহজাহানের ছেলে ছামাদ (৪৫) ও এনায়েতপুর থানার বারোপুর গ্রামের মৃত দানেজ সরকারের ছেলে জমারত হোসেন (৪৫)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যায় বেলকুচি উপজেলার কান্দাপাড়া বাজারে অভিযান চালিয়ে শান্তা সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অপরদিকে, রাত ১১টার দিক সদর উপজেলার দুখিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ জমারত ও সামাদকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় বেলকুচি ও সিরাজগঞ্জ সদর থানায় দুটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন