ঈশ্বরদীরতে আ.লীগ নেতা হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

পাবলিক ভয়েস: ঈশ্বরদীর পাকশীর বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যা মামলায় আব্দুল্লাহ আল বাকী আরজু (৪৮) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আব্দুল্লাহ আল বাকী আরজু ঈশ্বরদীর চররূপপুর দক্ষিণপাড়ার মৃত ইমদাদুল হক বিশ্বাসের ছেলে। আজ সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আরজুকে গতকাল রোববার রাত ১০টায় পাবনার সদর থানার হেমায়েতপুর পাকা রাস্তার উপর থেকে পুলিশ গ্রেফতার করে। সে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা এনামুল হক বিশ্বাসের ভাতিজা।

গ্রেফতারের পর রাতেই আরজুকে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরজু অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান এসপি।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বিবিসি বাজার থেকে নিজ বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পাকশী ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম। পরদিন ৭ ফেব্রুয়ারি রাতে নিহতের ছেলে তানভীর রহমান তন্ময় বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন