কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯

পাবলিক ভয়েস: কিশোরগঞ্জে ইয়াবাসহ আব্দুল করিম (১৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের নিউটাউন এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুল জেলা শহরের খরমপট্টি এলাকার মো. দিলু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ওই এলাকা থেকে ৪৫ পিস ইয়াবাসহ আব্দুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন