রাজধানীতে ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৯

পাবলিক ভয়েস: রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো- মো. মাহবুব শেখ (২৭), ফারজানা আক্তার সোনিয়া (২৩) ও মৌসুমি (২৪)।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুগদায় অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা, ৫টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।

আটকরা দীর্ঘদিন ধরে মাদকবিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর আশরাফুল।

মন্তব্য করুন