
ভারতের বেশিরভাগ অঞ্চলেই গরুর দুধের চেয়ে গরুর মূত্রের দাম ও চাহিদা বেশি এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা গরুর দুধের চেয়ে গরুর মূত্র বেশি খেয়ে থাকে সম্প্রতি গরুর মূত্রের চাহিদা ও গোমূত্রের ব্যবসার হিসেব মিলিয়ে এ তথ্য পাওয়া গেছে।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে বাংলা ভাষাভাষী হিন্দুদের মধ্যে ধীরে ধীরে গোমূত্রের চাহিদা বাড়ছে। যাদের হাত ধরে বাংলাদেশের হিন্দুরাও গোমূত্রের প্রতি আকৃষ্ট হচ্ছে।
দেশটির উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটসহ বেশ কয়েকটি রাজ্যে গোমূত্রের চাহিদা এবং গোমূত্র বিক্রির ব্যবসা বর্তমানে তুঙ্গে। এমনকি দেখা যায় নিজ রাজ্যে উৎপাদিত গোমূত্র দিয়ে চাহিদা পূরণ না হওয়ায় অন্য রাজ্য থেকে গোমূত্র নিয়ে এসে বিক্রি করা হয়।
গোমূত্রের ব্যবসা করা ললিত আগারওয়াল বলেন, গত কয়েক বছরে গোমূত্রের চাহিদা বেড়েছে প্রায় ৫-৭ গুন।
কেবল পশ্চিমবঙ্গের হিসাব দিতে গিয়ে তিনি বলেন এখানে প্রতি মাসে প্রায় ১০ হাজার লিটার গোমূত্র বিক্রি হয় কিন্তু পশ্চিমবঙ্গে এত গোমূত্রের উৎপাদন না থাকায় এ অঞ্চলের চাহিদা পূরণের জন্য নাগপুর থেকে গোমূত্র আনা হয়।
কেবল গোমূত্র বিক্রি নয় বর্তমানে দেশের অনেক স্থানে গোমূত্র ক্লিনিক এবং গোমূত্র ক্যাপসুল গোমূত্র দিয়ে বিভিন্ন চিকিৎসা সেবা চলছে দেদারসে।
খোঁজ নিয়ে জানা গেছে হিন্দু ধর্মের পবিত্র প্রাণী হিসেবে গরুর আলাদা কদর রয়েছে হিন্দুদের কাছে। সেই কদর থেকেই গোমূত্র তাদের কাছে পবিত্র পানীয় হিসেবে স্বীকৃত এমনকি আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যায় আধুনিক চিকিৎসা শাস্ত্র গোমূত্রকে কোন ধরনের চিকিৎসা হিসেবে স্বীকৃতি না দিলেও হিন্দু সংখ্যাগুরু লোকজন মনে করেন গোমূত্রে রয়েছে সকল রোগের প্রতিষেধক। সে বিশ্বাস থেকেই তারা ব্যাপক হারে গোমূত্র পান করে থাকে।

