রামু থেকে ইয়াবাসহ আটক নারী-পুরুষ।

পাবলিক ভয়েস: কক্সবাজারের রামু উপজেলার তুলাবাগান এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নড়াইলের গোলাম মোস্তফার ছেলে ইসমাইল হোসাইন মিন্টু (৩৯) ও আবু বক্করের মেয়ে আসমা আক্তার সানিয়া (৩২)৷
তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তুলাবাগান হাইওয়ে থানার সামনে থেকে কক্সবাজারমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ এক নারীসহ দুজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মুজাহিদুল।

