চট্টগ্রামে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

পাবলিক ভয়েস: কর্ণফুলী থানার পটিয়া ক্রসিং মোড় এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।

গ্রেফতার মো. সাইফুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং মহেশখালিয়াপাড়ার ফরিদ আলমের ছেলে।

এসআই মনিরুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া ক্রসিং মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সাইফুল কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছিল।

মন্তব্য করুন