

সারা দেশের নদী রক্ষায় গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া রায় যুগোপযোগী আখ্যা দিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ।
গতকাল (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের দ্বি বার্ষিক সম্মেলন প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আবহমান কাল থেকে বাংলাদেশ নদীমাতৃক দেশ। কিন্তু আজ তা শুধু কাগুজ পড়া ছাড়া তেমন কিছু নয়। হাতে গোনা কয়েকটি নদী ছাড়া অন্য সব নদী দখলবাজদের অবকাঠামোর নিচে চাপা পড়ে গেছে। নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। মানবিক সমাজ বাঁচা মরার সাথে যেই নদ-নদীর সম্পর্ক সেই নদ-নদীকে দখলমুক্ত করে জীবন্ত করার ব্যাপারে ৩ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে আমরা তাকে স্বাগত জানাই।
সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, হাইকোর্টের দেয়া এই রায় যদি বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গড়িমসি করেন তাহলে আইনের প্রতি তথা হাইকোর্টের প্রতি মানুষ অশ্রদ্ধা জানাবে এবং এ জাতীয় রায়কে ছেলে খেলা মনে করবে। নদী রক্ষার্থে আদালত যে ১০টি নির্দেশনা দিয়েছে তা দ্রুত বাস্তাবায়ন করে সারা দেশে বহমান ৪৫০টি নদী, খাল ও জলাশয় অবৈধ দখলমুক্ত করে জীবন্ত করার ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন তিনি।
ফজলে বারী মাসউদ বলেন, ইতিপূর্বে এরকম রায় আমরা অনেক দেখেছি। বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ও নির্দেশনা বাস্তাবায়নে কর্তৃপক্ষ তালবাহানা করেছে। ফলে সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও দফতরগুলোর গৃহীত পদক্ষেপ এবং সে সব পদক্ষেপের আইনগত দুর্বলতা ও ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে গেছে। এবারও যেন এমন না হয় বরং হাই কোর্টের এ রায় বাস্তবায়ন করে সারাদেশে মৃতপ্রায় নদী খাল ও জলাশয় গুলো জীবন্ত করার পক্ষে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব হারুন অর রশিদ, হাফেজ মাওঃ সিদ্দিকুর রহমান, মুফতী মাছউদুর রহমান, হাফেজ নিজাম উদ্দীন, প্রকৌশলী গিয়াস উদ্দীন, ডাঃ মুজিবুর রহমান, মুফতী ফরিদুল ইসলাম, হাজী আলাউদ্দীন, মাওলানা জাকারিয়া প্রমুখ।