

পাবলিক ভয়েস: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আটক দুই মাদকবিক্রেতা হলেন-জাহিদুল ইসলাম (৩২) ও সাকিব হাসান হাজারী (১৯)।
আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার ভূইগড় এলাকার কুয়েত প্রবাসী হারুন-অর-রশিদ মনিরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে র্যাব-১০’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০’র উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে স্কোয়াড কমান্ডার এএসপি মো. শাহীনুর চৌধুরী ও এএসপি মো. শহিদুল হক মুন্সী কুয়েত প্রবাসী হারুন-অর-রশিদ মনিরের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাদক বিক্রির ৩ হাজার ৪শ’ টাকা, দু’টি মোবাইল ও ২ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম ও সাকিব হাসান হাজারীকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক দু’জন পেশাদার মাদকবিক্রেতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে মাদক এনে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করেন।