
পাবলিক ভয়েস: রংপুরে মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন-নবী ডনসহ যুবদল-ছাত্রদলের ১১ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে মহানগর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক আরিফা ইয়াসমীন মুক্তা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফতাব আহম্মেদ বলেন, গত ৪ নভেম্বর রংপুর কোর্ট চত্বরে বিএনপি ও আ.লীগের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন- রংপুরে মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন-নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, অর্থ সম্পাদক রেজাউল করিম মিঠু, জেলা বিএনপির সদস্য শরিফুল ইসলাম বাবু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীম, সহ-সভাপতি নোমান হাসান, মহানগর যুবদলের সদস্য বিপ্লব মিয়া, শাহীন হোসেন ও লাল মিয়া।
গত ৪ নভেম্বর রংপুরের একটি আদালতে মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন শুনানির দিন কোর্ট চত্বরে বিএনপি-আ.লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের এসআই জিয়াউর রহমান ও মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুল ইসলাম আনিছ বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে পৃথক দুটি মামলা করেন।
		
