পটুয়াখালীতে অবৈধ সিমসহ আটক ৫

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯

পাবলিক ভয়েস: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত বিভিন্ন কোম্পানির ১৬০টি সিমসহ এগুলো ক্রয়-বিক্রয় চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মো. ইলিয়াছ (২৮), মো. জাহাঙ্গীর মাঝি (৪০), মো. মোস্তাফিজুর রহমান (১৯), মো. আল মামুন ও মো. আল আমিন (২৮)।

র‌্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন আজ বুধবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাত পর্যন্ত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বটতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত ওইসব সিমসহ ওই পাঁচজনকে আটক করা হয়। এ ব্যাপারে কলাপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন