
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম ফোনালাপে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
আজ ৫ ফেব্রুয়ারি) দ্বিতীয়বারের মতো ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল হাসপাতালে আল্লামা বাবুনগরীকে দেখতে যান। তখন মোবাইল ফোনে আল্লামা বাবুনগরীর সাথে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এ সময় ফোনালাপে তিনি আল্লামা বাবুনগরীর শারীরিক খোঁজখবর নেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজুল আলম এবং সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : আল্লামা বাবুনগরীকে দেখতে ইতিপূর্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ হাসপাতালে গিয়েছিলেন এবং তার খোঁজ খবর নিয়েছিলেন। গত বেশ কিছুদিন ধরেই আল্লামা বাবুনগরী শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৩ সালে আল্লামা বাবুনগরীকে গ্রেফতারের পর সরকার তার পাসপোর্ট জব্দ করেছিলো। গত কিছুদিন আগে আল্লামা বাবুনগরীর ভক্ত সমর্থকদের তীব্র প্রতিবাদের মুখে সরকার পাসপোর্ট ফেরত দিয়ে দেয়।