বরিশালে এক বছরে এপিবিএনের অভিযানে আটক ৭৯

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: দক্ষিণাঞ্চলের বরিশালে এক বছরে মাদকবিরোধী অভিযানে ৭৯ জনকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১০) অপস অ্যান্ড ইন্টিলিজেন্স উইংয়ের সদস্যরা।

আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এপিবিএন-১০ এর অপস অ্যান্ড ইন্টিলিজেন্স উইংয়ের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, এক বছরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২৮৩ পিস ইয়াবা, ৬ বোতল ফেনসিডিল ও প্রায় সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি এপিবিএনও ভ্রাম্যমাণ আদালত ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে বলেও জানান পরিদর্শক জিয়াউর।

মন্তব্য করুন