খুলনায় পুলিশের অভিযানে আটক ৯৬

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: খুলনা জেলা ও মহানগর পুলিশের বিশেষ অভিযানে মাদকবিক্রেতাসহ ৯৬ জনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বলেন, খুলনার নয়টি থানার বিভিন্নস্থানে ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে নয় মাদকবিক্রেতাসহ মোট ৫৯ জন আসামিকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মোট আটটি মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, মহানগরের আট থানায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ১৪ জন মাদকবিক্রেতাসহ মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও এক কেজি ৯১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান।

মন্তব্য করুন