
পাবলিক ভয়েস: ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহৃত ৪২০ পিস টাপেন্টা ট্যাবলেটসহ লালমনিরহাট জেলা স্বেচ্ছোসেবক লীগ সহ-সভাপতি আশরাফুজ্জামান মণ্ডলকে (৪০) আটক করেছে পুলিশ।
আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট পৌরসভার থানা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি পৌরসভার পূর্ব থানা পাড়া এলাকার মৃত মর্তুজা মণ্ডলের ছেলে।
লালমনিরহাট সদর থানার সহকারী উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে থানা পাড়ায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে আশরাফুজ্জামানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে নেশা জাতীয় টাপেন্টা ট্যাবলেট পাওয়া যায়।
লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম জানান, লোক মুখে বিষয়টি তিনি শুনেছেন। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীর জায়গা আ.লীগে নেই। অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, আটক আশরাফুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

