নারায়ণগঞ্জে নববধূকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে রুমা আক্তার নামে এক নববধূকে হত্যার অভিযোগে উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী কাউছার পলাতক রয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী গ্রামের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রুমা আক্তার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী গ্রামের মোহর আলীর মেয়ে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন জানান, দুই মাস আগে মতিনের ছেলে কাউসারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রুমার। বিয়ের পর থেকে কাউছার ব্যবসার কথা বলে রুমার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে প্রায় সময় দুই জনের মধ্যে বাকবিতণ্ডা হত।

গতকাল রোববার বিকেলে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় কাউছার। সন্ধ্যায় আশপাশের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া না পেলে ঘরে জানালা দিয়ে দেখে বিছানায় রুমার মরদেহ পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দেয়।

তিনি আরো জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রুমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাউছারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন