আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আগামীকাল

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯

পাবলিক ভয়েস: উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হবে আগামীকাল মবার (৪ ফেব্রুয়ারি) থেকে।

আ.লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আ.লীগের জেলা ও উপজেলা থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী প্রার্থীদের সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

এ ফরম বিক্রি চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

আজ রোববার (৩ ফেব্রুয়ারি) আ.লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মন্তব্য করুন