
পাবলিক ভয়েস: নারায়ণঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ জামানের গুলি ভর্তি পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২ ফেব্রুয়ারি) ও আজ রোববার (৩ ফেব্রুয়ারি) দুই দিনে উপজেলার টেলাপাড়াসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- রূপগঞ্জ উপজেলার টেলাপাড়া এলাকার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া মৃত বেনু মিয়ার ছেলে স্বপন, মন্নানের ছেলে নাহিদ, মাঝিপাড়া এলাকার মনির হোসেনের ছেলে রাসেল, আব্দুল রাজ্জাকের ছেলে শামিম মিয়া, মর্তুজাবাদ এলাকার মুনসুর আলীর ছেলে কামাল, পাঁচাইখা এলাকার সুজন মিয়ার ছেলে মেহেদী ও সেন্টু বেপারীর ছেলে ইসমাইল।
এর আগে গত শনিবার (২৬ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটকের সময় ভুলতা ফাঁড়ির এসআই নাদির উজ জামানের ওপর হামলা চালিয়ে তার কাছ থাকা গুলি ভর্তি পিস্তল ছিনিয়ে নেয়। এ ঘটনার পর অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়েছে বলে জানান ভুলতা ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক। পরে এসআই নাদির বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল হক জানান, এসআই নাদির উজ জামানের দায়ের করা মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

