নারায়ণগঞ্জে প্রতারক চক্রেরের একজন আটক

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯

পাবলিক ভয়েস: চলমান এসএসসি পরীক্ষার সব বোর্ডের মূল্যায়নপত্রে নম্বর বাড়ানোর আশ্বাসদাতা রিফাত (২০) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব। এসময় তার ব্যবহৃত দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

এর আগে ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূঁইগড় এলাকা থেকে রিফাতকে আটক করা হয়। সে স্থানীয় একটি পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সাইন্সের ডিপ্লোমা কোর্সের ছাত্র।

জসিম উদ্দীন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলমান এসএসসি পরীক্ষার সব বোর্ডের মূল্যায়নপত্রে নম্বর বাড়ানো সংক্রান্ত প্রতারণামূলক পোস্ট দিয়ে বিকাশে টাকা আদায় করছিল রিফাত। সে তার বাবার নামে রেজিস্ট্রেশনকৃত সিম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে সেখানে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মচারী হিসেবে উল্লেখ করে এবং প্রোফাইলে ঢাকা শিক্ষা বোর্ডের লোগো ব্যবহার করে।

তিনি আরো জানান, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের প্রলুব্ধ করার জন্য বোর্ডের মূল্যায়নপত্রে নম্বর বাড়ানোর নামে প্রতারণামূলক পোস্ট দিয়ে আসছে। অনেকে প্রতারিত হয়ে যোগাযোগ করলে তাদের কাছ থেকে বিকাশে টাকাও নেয় বলে আটক রিফাত জিজ্ঞাসাবাদে জানায়। তার কাছ থেকে জব্দ করা মোবাইলগুলোতে এ সংক্রান্ত প্রতারণার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।

মন্তব্য করুন