সিরাজগঞ্জে ফেনসিডিলসহ আটক ২

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯

পাবলিক ভয়েস: সিরাজগঞ্জে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৮৩ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান।

আটকরা হলো- কুমিল্লার হোমনা উপজেলার মহিষমারী গ্রামের কামাল হোসেনের ছেলে সোহেল রানা (২৫) ও একই জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর কান্দারগাঁও এলাকার সোহেলের ছেলে দিপু (২০)।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় ৫৮৩ ফেনসিডিলসহ ওই দুই যুবককে আটক করা হয়। জব্দ করা  প্রাইভেটকারটিও। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন