খুলনার রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯

পাবলিক ভয়েস: কাদশ সংসদ নির্বাচনের ফলাফলে হতাশ না হয়ে খুলনার মাঠ পর্যায়ে আবারো ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। দলের সিনিয়র নেতাদের মতে, ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু রাজনীতি থেকে বিএনপিকে বিনাশ করা যাবে না। জনগনের প্রয়োজনেই বিএনপি রাজপথে টিকে থাকবে। আর খুলনা বিভাগের ১০ জেলার নেতৃবৃন্দের বৈঠক থেকে সেই প্রক্রিয়াই শুরু হয়েছে।

আজ শনিবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে ‘জাতীয় নির্বাচন ২০১৮ : অভিজ্ঞতা পর্যালোচনা ও করনীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। জাতীয়তাবাদী দল বিএনপি, খুলনা বিভাগ এ বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর  সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

বৈঠকে মোহাম্মদ শাহজাহান বলেন, সংসদ নির্বাচনের ফলাফলে বিএনপির হতাশার কিছু নেই। কারণ সমস্ত রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আ.লীগ ভোট ডাকাতির নির্বাচন করেছে। এজন্য সরকারকেই মহাবিপর্যয়ের সম্মুখিন হতে বলে।

জানা যায়, একাদশ সংসদ নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ায় ক্ষতিগ্রস্থ তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য দেশের প্রতিটি বিভাগে সাংগঠনিক সফরের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের নির্বাহী কমিটিতে খুলনা বিভাগের নেতৃবৃন্দ, বিভাগের ১০ জেলা ও এক মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিভাগের ৩৬টি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা নির্বাচনকালীন সময়ে তাদের ওপর নির্যাতনের চিত্র ও নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার ঘটনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, অধ্যাপক সোহরাবউদ্দিন, প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা।

মন্তব্য করুন