পটুয়াখালীতে অসদুপায় অবলম্বন করায় পরীক্ষার্থীকে বহিষ্কার

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯

পাবলিক ভয়েস: পটুয়াখালী সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ম্যাজিস্ট্রেটের নির্দেশে কেন্দ্র সচিব মো. রুহুল আমীন স্বাক্ষরিত এক নোটিশে তাকে বহিষ্কার করা হয়।

আজ শনিবার (২ ফেব্রুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ।

বহিষ্কার হওয়া পরিক্ষার্থী সদর উপজেলার বোতলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মো. রাকিব হোসেন। তার বাবার নাম সেলিম খন্দকার ও রোল ২৩৩০১৭।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ জানান, কেন্দ্র পরিদর্শন করতে গেলে রাকিবের বহুনির্বাচনী উত্তরপত্রে সেটকোড অমিল পাওয়া যায় এবং সে নিজের কোড ছাড়া অন্য কোড ভরাট করছিল। নিজের দোষ স্বীকার করায় কক্ষ পরিদর্শকের উপস্থিতিতে তাকে বহিষ্কার করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

এবছর পটুয়াখালী জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৪৪২ জন। এর মধ্যে এসএস‌সি ২০ হাজার ১৭১, দাখিল ৭ হাজার ১৯৭ ও ভো‌কেশনাল পরীক্ষার্থী ২ হাজার ৭৪ জন। মোট কেন্দ্র সংখ্যা ৫৮টি। এর ম‌ধ্যে এসএস‌সির ৩০, দাখিল ১৭ ও‌ ভো‌কেশনাল কেন্দ্র ১১টি।

মন্তব্য করুন