আগরতলা রেল স্টেশনে মাদকসহ দুই যুবক আটক

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯

পাবলিক ভয়েস: আগরতলা রেল স্টেশন থেকে দুই মাদক পাচারকারীকে আটক করেছে ত্রিপুরা পুলিশ। গতকাল শুক্রবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আজ শনিবার (২ ফেব্রুয়ারি) মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) অজয় কুমার দাস জানান, চারটি ব্যাগসহ দুই যুবককে আগরতলা রেল স্টেশনে ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয়। তখন তারা ব্যাগগুলোতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ কফ সিরাপ দেখতে পায়। পরে ওই ব্যাগ থেকে ১১৪ বোতল ফেনসিডিল এবং ১৭৪ বোতল এসকাফ কফ সিরাপ জব্দ এবং ওই দুই যুবককে আটক করে।

এরা হলেন- সিপাহীজলা জেলার মেলাঘরের আব্দুল কাদের (৩২) ও একই জেলার কলমক্ষেত এলাকার মিটন দাস (২২)।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে তারা বেঙ্গালুরু থেকে আগরতলায় আসা হামসফর এক্সপ্রেস ট্রেনে করে এসকফ সিরাপ নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করা  হয়েছে। পুলিশের ধারণা পাচারের উদ্দেশে তারা এগুলো নিয়ে আসছিলো।

মন্তব্য করুন