
পাবলিক ভয়েস: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তাসলিমা আক্তার মিতুকে আদালতে তোলা হয়েছে।
আজ শুক্রবার সকালে পুলিশ তাকে চট্টগ্রামের একটি আদালতে তোলে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর নন্দনকানন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন>>>চট্টগ্রামে পরকীয়ার অভিযোগ করে চিকিৎসকের আত্মহত্যা, স্ত্রী আটক
উল্লেখ্য, স্ত্রীর পরকিয়ার অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে আত্মহত্যা করেন চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ।
নিহত আকাশ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল এলাকার মৃত আবদুস সবুরের ছেলে। তিনি এমবিবিএস শেষ করে এফসিপিএস পড়ছিলেন। আত্মহত্যার আগে মোস্তফা আকাশ তার ফেসবুকে স্ত্রীর সঙ্গে বিভিন্নজনের আপত্তিকর ছবি ও চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে লিখেন ‘তোমার প্রেমিকাদের (প্রেমিকদের) নিয়ে ভালো থেকো’।

