চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক ১

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯

পাবলিক ভয়েস: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর থেকে এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

আটক মনিরুল ইসলাম (৫০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর মহল্লার সাইদুর রহমানের ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে একটি ট্রাকে অভিযান চালায়।

এ সময় মাদক ব্যবসায়ী মনিরুলকে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে ওই ট্রাক তল্লাশি করে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় ট্রাকে লোডকৃত ১৬ হাজার ৫৪০ কেজি পেঁয়াজসহ ট্রাকটি জব্দ করে র‌্যাব।

মন্তব্য করুন