খুলনা-ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬৬

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: খুলনা-ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে মাদকবিক্রেতাসহ ১৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশের।

ময়মনসিংহ: গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে জেলার ১৩টি উপজেলায় এ বিশেষ অভিযান পরিচালনা কর হয়। অভিযানে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ও নিয়মিত বিভিন্ন মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় ৬০ জনকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা: গতকাল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত জেলার ৯ থানা ও মহানগরের ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বলেন, জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৩ জন মাদকবিক্রেতাসহ ৬৩ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার ৯ থানা এলাকা থেকে এসব মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ও ৬৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সাতটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের বিশেষ অভিযানে মহানগরের ৮ থানা এলাকা থেকে ১০ জন মাদকবিক্রেতাসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা, ৬ বোতল ফেনসিডিল ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

মন্তব্য করুন