চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯

পাবলিক ভয়েস: কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মো. রাজু প্রকাশ সোহেল (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পু্লিশ। তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম।

মো. রাজু প্রকাশ সোহেল কর্ণফুলী থানার উত্তর বন্দর কোট্টাপাড়া এলাকার মোহাম্মদ শফির ছেলে।

এসআই মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. রাজুকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, রাজু প্রকাশ সোহেল একজন পেশাদার ছিনতাইকারী। আনোয়ারা থেকে অস্ত্র নিয়ে সে চট্টগ্রাম শহরে ঢুকছিল।

রাজুর বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় বিভিন্ন অপরাধে মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানান এসআই মনিরুল ইসলাম।

মন্তব্য করুন