চাঁদপুরে আ.লীগের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

পাবলিক ভয়েস: চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভাকে কেন্দ্র করে দলটির দুটি গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গতকাল রবুধবার রাতে দায়েরকৃত মামলায় অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার সকালে আ.লীগের দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী চলমান ওই সংর্ঘষের ঘটনায় ২৫ নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও দেড় শতাধিক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ চৌধুরী জানান, পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা করেছে।

মন্তব্য করুন