১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অভিযান, অধিকাংশ শিক্ষক অনুপস্থিত

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯
দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পাবলিক ভয়েস: বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান ফিরিয়ে আনতে নতুন করে দেশব্যাপী অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে আজ বুধবার চার জেলার ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অধিকাংশ শিক্ষকের অনুপস্থিতি পেয়েছে দুদক টিম।

এসব অভিযান পরিচালনার নির্দেশ দেন দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

এরই অংশ হিসেবে একযোগে রাঙামাটি, দিনাজপুর, ফরিদপুর এবং রাজধানী ঢাকায় অভিযান পরিচালনা করা হয়। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) দেশের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ করে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা যথাসময়ে উপস্থিত হন না। বিভিন্ন খাত দেখিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে বে-আইনিভাবে অর্থ আদায় করা হচ্ছে। এতে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিযাগ পেয়ে দুদক টিম দিনাজপুরের নবাবগঞ্জে কাঞ্চনডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরীবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিন্নাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নবাবগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে ৭ জনের মধ্যে ৬ জন প্রধান শিক্ষককেই অনুপস্থিত পায়।

ফরিদপুর সদরের চারটি বিদ্যালয়ে অভিযান পরিচালনা করে সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের একটি টিম।

অভিযানে টিম টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে অনুপস্থিত পায়। এ সময় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

অন্যদিকে ফরিদপুরের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এবং হালিমা গার্লস স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে তা অভিভাবকদের ফেরত দেয়ার ব্যবস্থা নেয়া হয়।

দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাধ্যতামূলকভাবে দুই হাজার টাকা দেয়া ও কোচিং করতে বাধ্য করার প্রমাণ পায়। দুদক টিম এ অর্থ ফেরত দেয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

এদিকে গত ২৮ জানুয়ারি রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত অভিযানে প্রধান শিক্ষকের মাধ্যমে নেয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে ওই বিদ্যালয়ে ফের অভিযান পরিচালনা করে দুদক টিম।

এ সময় আগের দিন বরখাস্তকৃত প্রধান শিক্ষক দুদক টিমকে মুচলেকা দেন যে, অতিরিক্ত নেয়া সব অর্থ অবিলম্বে দুদক টিমের উপস্থিতিতে অভিভাবকদের কাছে ফেরত দেয়া হবে।

এসব অভিযান পরিচালনা প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী সাংবাদিকদের বলেন, শিক্ষাব্যবস্থায় বিরাজমান অবক্ষয় ও বিশৃঙ্খলা দূর করতে দুদকের এ অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন ও শিক্ষার্থীদের সমান্তরালে জনসাধারণকেও দুর্নীতিবিরোধী অবস্থানে নামতে হবে।

মন্তব্য করুন