

আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইলে আজ ৮ নং সিংরুইল ইউনিয়ন বিএনপি’র ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার (২৬ জুলাই) বাকচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়) খেলার মাঠে বিকাল ৪টায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। নান্দাইল ৮ নং সিংরইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিশাল দলীয় কর্মী সম্মেলনের আয়োজন করে। সিংরুইল ইউনিয়ন ওয়ার্ড হতে আসা নেতা-কর্মীদের
উপস্থিতিতে সম্মেলন স্থল মুখরিত হয়ে ওঠে দলীয় স্লোগান ও উচ্ছ্বাসে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খাঁন চৌধুরী।সঞ্চালনায় করেন মোঃ এনামুল হক কাদির এ-সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক মো: মিজানুর রহমান লিটন। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হক রাজু ভূইয়া, বিএনপি নেতা আব্দুল মমিন মাস্টার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল হান্নান চান মিয়া, এমএ হাসেম রোকন উদ্দীন,জামাল খান, পৌর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, নান্দাইল উপজেলা ছাত্রদল অনিক আহমেদ বাবুল, নান্দাইল পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলের নেতারা বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে বিএনপি অটল। এই আন্দোলন কেবল দলীয় নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন।”বক্তারা আরও বলেন, অন্যায়, দুর্নীতি এবং দমন-পীড়নের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেক নেতা-কর্মী মাঠে অবিচল থেকে জনগণের পাশে দাঁড়াবে। জনগণের ভোটেের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”