

সৌরভ হাওলাদার ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে জুলাই সোমবার বিকাল ৪ ঘটিকায় নগরীর শেরই বাংলা মেডিকেল হাসপাতাল থেকে মিছিল শুরু হয় এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে শেষ হয়।
উক্ত আয়োজন বরিশালের সর্বস্তরের জনগণ সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়। বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করে।
এ সময় ছাত্র জনতার পক্ষ থেকে তিনটি দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলোঃ
১. শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ,আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্ব সাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
২.স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতাল গুলোতে দূর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতা মূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে।
৩.স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পূণরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে