

পাবলিক ভয়েস: মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিবির উপ-পরিদর্শক (এসআই) কৃপা সিন্ধুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আজ বুধবার তাকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের মুখপাত্র শেখ মনিরুজ্জামান মিঠু।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে খালিশপুর থানার হালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ বিক্রেতা মো. সাইফুল গাজী ও স্বর্ণালী আফরোজা স্বর্ণাকে গ্রেফতার করা হয়।
এ সময় ঘটনাস্থলের পাশে ডিবির এসআই কৃপা সিন্ধুকে পাওয়া যায়। এত রাতে তিনি সেখানে কী করছেন জানতে চাইলে তার কোনো উত্তর দিতে পারেননি। এ ঘটনায় ডিবির এসআই কৃপা সিন্ধুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।